আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৪৫০
অধ্যায়ঃ রোযা
অধ্যায়: রোযা
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
রোযা রাখার প্রতি উৎসাহ দান রোযা ও রোযাদারের দু'আর ফযীলত প্রসঙ্গ
১৪৫০. মুসলিমের অপর একটি বর্ণনায় ও ইব্ন খুযায়মার রিওয়ায়াতে এমন রয়েছে। রোযাদার বান্দা যখন মহান আল্লাহর সাথে সাক্ষাত করবে ও তিনি এর প্রতিদান দেবেন, তখন সে আনন্দ লাভ করবে।
(মালিক, আবু দাউদ, তিরমিযী এবং নাসাঈও এই মর্মে শব্দের কিছু পার্থক্যসহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(মালিক, আবু দাউদ, তিরমিযী এবং নাসাঈও এই মর্মে শব্দের কিছু পার্থক্যসহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
التَّرْغِيب فِي الصَّوْم مُطلقًا وَمَا جَاءَ فِي فَضله وَفضل دُعَاء الصَّائِم
1450- وَفِي أُخْرَى لَهُ أَيْضا وَلابْن خُزَيْمَة وَإِذا لَقِي الله عز وَجل فجزاه فَرح
الحَدِيث
وَرَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ بِمَعْنَاهُ مَعَ اخْتِلَاف بَينهم فِي الْأَلْفَاظ
الحَدِيث
وَرَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ بِمَعْنَاهُ مَعَ اخْتِلَاف بَينهم فِي الْأَلْفَاظ