আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৪৫
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৫. হযরত নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি অল্প নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে অধিকটিরও শুকরিয়া আদায় করে না। আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহর নিয়ামতের আলোচনা করা কৃতজ্ঞতা জ্ঞাপনেরই শামিল। আর একে গোপন করা অকৃতজ্ঞতারই নামান্তর। জামায়াতে অবস্থান করা রহমত লাভের কারণ। আর জামায়াত থেকে বিচ্ছিন্নতা আযাবের কারণ হয়।
(হাদীসটি আবদুল্লাহ্ ইবন আহমদ নির্দোষ সনদে তাঁর 'যাওয়াইদ' নামক কিতাবে বর্ণনা করেছেন, ইবন আবিদ-দুনিয়াও এটি 'ইসতিনাউল মারূফ' নামক কিতাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1445 - وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لم يشْكر الْقَلِيل لم يشْكر الْكثير وَمن لم يشْكر النَّاس لم يشْكر الله والتحدث بِنِعْمَة الله شكر وَتركهَا كفر وَالْجَمَاعَة رَحْمَة والفرقة عَذَاب

رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف بِاخْتِصَار
tahqiqতাহকীক:তাহকীক চলমান