আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৪৪
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪৪. হযরত তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হল, সে যেন এর আলোচনা করে। যে ব্যক্তি এর আলোচনা করল, সে যেন কৃতজ্ঞতা আদায় করে ফেলল। আর যে গোপন করল, সে অকৃতজ্ঞতা প্রদর্শন করল।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। ইব্‌ন আবিদ দুনিয়া এটি আয়েশা (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1444- وَرُوِيَ عَن طَلْحَة يَعْنِي ابْن عبيد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أولي مَعْرُوفا فليذكره فَمن ذكره فقد شكره وَمن كتمه فقد كفره

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث عَائِشَة رَضِي الله عَنْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান