আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪৪১
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪১. হযরত আশ'আস ইবন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন। মহান আল্লাহর সবচেয়ে কৃতজ্ঞ বান্দা তারাই, যারা মানুষের প্রতি সর্বাধিক কৃতজ্ঞ।
অন্য বর্ণনায় রয়েছে: যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী এটি উপরে বর্ণিত উসামা ইবন যায়দের রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।)
অন্য বর্ণনায় রয়েছে: যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী এটি উপরে বর্ণিত উসামা ইবন যায়দের রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1441- وَعَن الْأَشْعَث بن قيس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أشكر النَّاس لله تبَارك وَتَعَالَى أشكرهم للنَّاس
وَفِي رِوَايَة لَا يشْكر الله من لَا يشْكر النَّاس
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أُسَامَة بن زيد بِنَحْوِ الأولى
وَفِي رِوَايَة لَا يشْكر الله من لَا يشْكر النَّاس
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أُسَامَة بن زيد بِنَحْوِ الأولى