আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৪০
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪০. হযরত উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হল আর সে উপকারীকে জাযাকাল্লাহু খায়রান(এর অর্থ হচ্ছে আল্লাহ্ তোমাকে এর উত্তম প্রতিদান দিন। ) বলে দু'আ দিল, সে যেন পূর্ণমাত্রায় প্রশংসা করল।
অপর বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করল অথবা কেউ তার উপকার করল, আর সে উপকারীকে 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, সে পূর্ণমাত্রায় প্রশংসা আদায় করে ফেলল।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটি হাসান-গরীব।)
[ হাফিয (যাকীউদ্দীন) বলেন ], তিরমিযীর কোন কোন কপি থেকে এটি বাদ পড়ে গিয়েছে। তাবারানীও তাঁর 'সগীর' নামক গ্রন্থে সংক্ষিপ্তাকারে এভাবে এটি বর্ণনা করেছেন: মানুষ যখন 'জাযাকাল্লাহু খায়রান' বলে দিল, তখন সে পূর্ণমাত্রায়ই প্রশংসা আদায় করে ফেলল।
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1440- وَعَن أُسَامَة بن زيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صنع إِلَيْهِ مَعْرُوف فَقَالَ لفَاعِله جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء

وَفِي رِوَايَة من أولي مَعْرُوفا أَو أسدي إِلَيْهِ مَعْرُوف فَقَالَ للَّذي أسداه جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ وَقد أسقط من بعض نسخ التِّرْمِذِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير مُخْتَصرا إِذا قَالَ الرجل جَزَاك الله خيرا فقد أبلغ فِي الثَّنَاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান