আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৪২
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৪২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যার কোন উপকার করা হয়, সে যেন এর প্রতিদান দেয়। আর কেউ যদি অক্ষম হয়, তবে যেন অন্তত এর আলোচনা করে। কেননা যে উপকারের আলোচনা করল, সে যেন কৃতজ্ঞতা আদায় করে নিল। আর যে ব্যক্তি মিছেমিছি কোন নিয়ামত প্রকাশের ভাব ধারণ করল, সে যেন মিথ্যার দু'টি পোশাক পরিধান করল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। সালিহ ইব্‌ন আবুল আখযার ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1442- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أُتِي إِلَيْهِ مَعْرُوف فليكافىء بِهِ وَمن لم يسْتَطع فليذكره فَإِن من ذكره فقد شكره وَمن تشبع بِمَا لم يُعْط فَهُوَ كلابس ثوبي زور

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا صَالح بن أبي الْأَخْضَر
tahqiqতাহকীক:তাহকীক চলমান