আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৩৮
অধ্যায়ঃ সদকা
উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, উপকারীকে তার প্রতিদান দেওয়া ও তার জন্য দু'আ করার প্রতি উৎসাহ প্রদান এবং অকৃতজ্ঞতার পরিণাম প্রসঙ্গ
১৪৩৮. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি তোমাদের নিকট আল্লাহর নামে আশ্রয় চায়, তাকে আশ্রয় প্রদান কর। যে তোমাদের নিকট আল্লাহর নামে কোন কিছু প্রার্থনা করে, তাকে তা দান কর। যে তোমাদের নিকট আল্লাহর নামে ফরিয়াদ করে, তার ফরিয়াদ শোন। আর যে ব্যক্তি তোমাদের কোন উপকার করল, তাকে এর প্রতিদান দাও, যদি প্রতিদান দিতে তোমরা সক্ষম না হও তবে তার জন্য এই পরিমাণ দু'আ কর, তোমাদের মন সাক্ষ্য দেয় যে, তোমরা তার প্রতিদান আদায়ে সক্ষম হয়েছে।
হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ নাসাঈ’র। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের মাপকাঠিতে উত্তীর্ণ। তাবারানীও এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি নিম্নরূপঃ
যে ব্যক্তি তোমাদের কোন উপকার করল, তোমরা তার প্রত্যুপকার কর। যদি প্রত্যুপকারে অক্ষম হও, তবে তার জন্য এমনভাবে দু'আ কর যেন তোমাদের মন সাক্ষ্য দেয় যে, তোমরা তার শুকরিয়া আদায়ে সমর্থ হয়েছ। কেননা আল্লাহ্ নিজে শোকরগুযার এবং শোকর গুযার ব্যক্তিদেরকে তিনি ভালবাসেন।
(অর্থাৎ আল্লাহ তা'আলা মানুষের সদগুণাবলী ও নেক আমলের কদর করে থাকেন এবং যারাই কোন নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন। )
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي شكر الْمَعْرُوف ومكافأة فَاعله وَالدُّعَاء لَهُ وَمَا جَاءَ فِيمَن لم يشْكر مَا أولي إِلَيْهِ
1438- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من استعاذ بِاللَّه فأعيذوه وَمن سألكم بِاللَّه فَأَعْطوهُ وَمن استجار بِاللَّه فأجيروه وَمن أَتَى إِلَيْكُم مَعْرُوفا فكافئوه فَإِن لم تَجدوا فَادعوا لَهُ حَتَّى تعلمُوا أَن قد كافأتموه

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مُخْتَصرا قَالَ من اصْطنع إِلَيْكُم مَعْرُوفا فجازوه فَإِن عجزتم عَن مجازاته فَادعوا لَهُ حَتَّى تعلمُوا أَن قد شكرتم فَإِن الله شَاكر يحب الشَّاكِرِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান