আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪৩৭
অধ্যায়ঃ সদকা
অনুচ্ছেদ
১৪৩৭. হযরত আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মুসলমানগণ তিনটি জিনিসে অংশীদার। পানি, ঘাস ও আগুন এবং এগুলোর বিক্রয় মূল্য হারাম। আবু সাঈদ বলেন, পানি দ্বারা এখানে প্রবাহমান পানিই বুঝানো হয়েছে।
(এ হাদীসটিও ইব্‌ন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1437- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلمُونَ شُرَكَاء فِي ثَلَاث فِي المَاء والكلإ وَالنَّار وثمنه حرَام
قَالَ أَبُو سعيد يَعْنِي المَاء الْجَارِي

رَوَاهُ ابْن مَاجَه أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান