আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪৩১
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪৩১. হযরত জাবির (রা) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. বলেছেনঃ যে ব্যক্তি কুয়া খনন করে পানির ব্যবস্থা করল, তা থেকে কোন পিপাসার্ত প্রাণ- চাই সে মানুষ হোক বা জিন্ন অথবা পাখিই হোক, পানি পান করালে আল্লাহ্ তাকে কিয়ামতের দিন পুরষ্কৃত করবেন।
(হাদীসটি ইমাম বুখারী তাঁর 'তারীখে' ও ইবন খুযায়মা তাঁর 'সহীহে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইমাম বুখারী তাঁর 'তারীখে' ও ইবন খুযায়মা তাঁর 'সহীহে' বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1431- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حفر مَاء لم تشرب مِنْهُ كبد حرى من جن وَلَا إنس وَلَا طَائِر إِلَّا آجره الله يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ فِي تَارِيخه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
رَوَاهُ البُخَارِيّ فِي تَارِيخه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه