আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪২৯
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪২৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, একদা সা'দ (রা) রাসূলুল্লাহ সা.-এর এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমার মা ইন্তিকাল করেছেন। কিন্তু তিনি কোন ওসীয়ত করে যেতে পারেন নি। আমি যদি তাঁর পক্ষ থেকে কোন সাদকা করি তবে কি এটা তাঁর কোন উপকারে আসবে? তিনি বললেন, হ্যাঁ। আর তুমি এক্ষেত্রে পানির সুব্যবস্থা করে দাও।
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। হাদীসের সকল বর্ণনাকারী সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় গ্রহণযোগ্য।)
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। হাদীসের সকল বর্ণনাকারী সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় গ্রহণযোগ্য।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1429- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن سَعْدا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِن أُمِّي توفيت وَلم توص أفينفعها أَن أَتصدق عَنْهَا قَالَ نعم وَعَلَيْك بِالْمَاءِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح