আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪২৮
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪২৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসুলুল্লাহ্ সা. থেকে বর্ণিত যে, তিনি বলেছেন: পানি পান করানোর চেয়ে শ্রেষ্ঠ প্রতিদান লাভের মত কোন সাদকা নেই। -বায়হাকী
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1428- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ صَدَقَة أعظم أجرا من مَاء
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ