আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪২৩
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪২৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ্ সা.-এর নিকট এসে বলল, এমন কোন আমল রয়েছে যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব? তিনি বললেন, তুমি কি এমন অঞ্চলে থাক, যেখানে বাইরে থেকে পানি আনতে হয় ? সে বলল, জ্বী, হ্যাঁ। তিনি বললেন, একটি নতুন মশক কিনে নাও এবং এরদ্বারা লোকজনকে পানি পান করাতে থাক-যে পর্যন্ত না এটি ছিঁড়ে ফেটে বিনষ্ট হয়ে যায়। কেননা এটি ছিঁড়ে শেষ করার পূর্বেই তুমি এরদ্বারা জান্নাতের আমলে পৌঁছে যাবে।
(হাদীসটি তাবারানী 'কবীরে' বর্ণনা করেছেন। ইয়াহইয়া হিম্মানী ব্যতীত সনদের অপর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী 'কবীরে' বর্ণনা করেছেন। ইয়াহইয়া হিম্মানী ব্যতীত সনদের অপর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1423- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ مَا عمل إِن عملت بِهِ دخلت الْجنَّة قَالَ أَنْت بِبَلَد يجلب بِهِ المَاء قَالَ نعم
قَالَ فاشتر بهَا سقاء جَدِيدا ثمَّ اسْقِ فِيهَا حَتَّى تخرقها فَإنَّك لن تخرقها حَتَّى تبلغ بهَا عمل الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة إِسْنَاده ثِقَات إِلَّا يحيى الْحمانِي
قَالَ فاشتر بهَا سقاء جَدِيدا ثمَّ اسْقِ فِيهَا حَتَّى تخرقها فَإنَّك لن تخرقها حَتَّى تبلغ بهَا عمل الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة إِسْنَاده ثِقَات إِلَّا يحيى الْحمانِي