আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪২০
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪২০. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী সা. থেকে বর্ণিত। তিনি বলেন: দু'ব্যক্তি একটি প্রান্তরে সফর শুরু করল। একজন ছিল দরবেশ, অপরজন কিছুটা মন্দ চরিত্রের অধিকারী। দরবেশ লোকটি একবার পিপাসায় কাতর হয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গী লোকটি তাকে সংজ্ঞাহীন অবস্থায় বার বার দেখতে লাগল। সে বলল: আল্লাহর কসম, এই দরবেশ লোকটি যদি আমার কাছে পানি থাকা অবস্থায় পিপাসায় মারা যায়, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে কস্মিনকালেও কোন কল্যাণ লাভ করতে পারব না। আর যদি আমার পানিটুকু তাকে পান করিয়ে দেই, তবে আমি নিশ্চিত মারা যাব। তারপর সে আল্লাহর উপর ভরসা করে তাকে পানি পান করানোর দৃঢ় ইচ্ছা করে ফেলল এবং তার গায়ে পানি ছিটিয়ে দিল ও বাড়তি পানিটুকু পান করিয়ে দিল। দরবেশ লোকটি তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং প্রান্তর পাড়ি দিল। হাশরের দিন এই পাপী লোকটিকে হিসাবের জন্য হাযির করা হবে এবং বিচারে তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে বলা হবে। ফিরিশতাগণ যখন তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে, তখন সে ঐ দরবেশ লোকটিকে দেখতে পাবে। সে বলবে: ওহে অমুক। আমাকে কি চিনতে পারছেন না? দরবেশ বলবে, তুমি কে? সে বলবে, আমি ঐ ব্যক্তি, যে ময়দান পাড়ির দিন নিজের জীবনের উপর আপনাকে অগ্রাধিকার দিয়েছিল। দরবেশ তখন বলবে, হ্যাঁ, তোমাকে চিনতে পারছি। সে ফিরিশতাদেরকে ডেকে বলবে, তোমরা দাঁড়াও। তারা তখন দাঁড়িয়ে যাবে। দরবেশও এসে তাদের নিকট দাঁড়াবে এবং আল্লাহ্ তা'আলাকে ডাকতে শুরু করবে। সে বলবে: হে আমার রব। তুমি অবশ্যই আমার প্রতি এ লোকটির অনুগ্রহের ব্যাপারটি এবং তার জীবনের উপর আমাকে কিভাবে অগ্রাধিকার দিয়েছিল, সে বিষয়টি ভালরূপেই জান। হে আমার রব। তাকে আমার হাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন, আমি তাঁকে দিয়ে দিলাম। এখন সে তোমারই। দরবেশ তখন তার এ ভাইয়ের হাত ধরে জান্নাতে দাখিল করে দেবে। আমি আবু যিলালকে প্রশ্ন করলাম, তোমাকে কি আনাস (রা) রাসূলুল্লাহ থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন? সে বলল, হ্যাঁ।
(হাদীসটি তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন। আবু যিলালের নাম হিলাল ইব্‌ন সুয়ায়দ অথবা হিলাল ইব্‌ন আবূ সুয়ায়দ। ইমাম বুখারী ও ইবন হিব্বান তাঁকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলে মন্তব্য করেছেন। বায়হাকীও শুআবুল ঈমানে এটি আবু যিলাল সূত্রে আনাস (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তারপর তিনি বলেছেন: এই সনদটি যদিও দুর্বল, কিন্তু এর সমর্থনে আনাস (রা) বর্ণিত অন্য একটি হাদীস রয়েছে। এরপর তিনি আপন সনদে আলী ইব্‌ন আবূ সারাহ থেকে তা বর্ণনা করেছেন। অবশ্য আলী ইবন আবু সারাহ হাদীস বর্ণনায় পরিত্যাজ্য ব্যক্তি।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1420- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رجلَانِ سلكا مفازة عَابِد وَالْآخر بِهِ رهق فعطش العابد حَتَّى سقط فَجعل صَاحبه ينظر إِلَيْهِ وَهُوَ صريع فَقَالَ وَالله إِن مَاتَ هَذَا العَبْد الصَّالح عطشا وَمَعِي مَاء لَا أُصِيب من الله خيرا أبدا وَلَئِن سقيته مائي لأموتن فتوكل على الله وعزم فرش عَلَيْهِ من مَائه وسقاه فَضله فَقَامَ فَقطع الْمَفَازَة فَيُوقف الَّذِي بِهِ رهق لِلْحسابِ فَيُؤْمَر بِهِ إِلَى النَّار فتسوقه الْمَلَائِكَة فَيرى العابد فَيَقُول يَا فلَان أما تعرفنِي فَيَقُول وَمن أَنْت فَيَقُول أَنا فلَان الَّذِي آثرتك على نَفسِي يَوْم الْمَفَازَة فَيَقُول بلَى أعرفك فَيَقُول للْمَلَائكَة قفوا فيقفون فَيَجِيء حَتَّى يقف فيدعو ربه عز وَجل
فَيَقُول يَا رب قد عرفت يَده عِنْدِي وَكَيف آثرني على نَفسه
يَا رب هبه لي فَيَقُول هُوَ لَك فَيَجِيء فَيَأْخُذ بيد أَخِيه فيدخله الْجنَّة فَقلت لأبي ظلال أحَدثك أنس عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نعم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَأَبُو ظلال اسْمه هِلَال بن سُوَيْد أَو ابْن أبي سُوَيْد وَثَّقَهُ البُخَارِيّ وَابْن حبَان لَا غَيره وَرَوَاهُ الْبَيْهَقِيّ فِي الشّعب عَن أبي ظلال أَيْضا عَن أنس بِنَحْوِهِ ثمَّ قَالَ وَهَذَا الْإِسْنَاد إِن كَانَ غير قوي فَلهُ شَاهد من حَدِيث أنس ثمَّ رُوِيَ بِإِسْنَادِهِ من طَرِيق عَليّ بن أبي سارة وَهُوَ مَتْرُوك
tahqiqতাহকীক:তাহকীক চলমান