আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১৯
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪১৯. হযরত হাসান ইবন আলী (রা) সূত্রে রাসূলুল্লাহ্ সা. থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমার কোন দীনী ভাইকে এক লোকমা পরিমাণ আহার্য দান আমার নিকট কোন মিসকীনকে এক দিরহাম সাদকা করার চাইতে অধিকতর প্রিয়। আর আমার কোন দীনী ভাইকে এক দিরহাম দান করা কোন মিসকীনকে একশ দিরহাম সাদকা করা হতে আমার নিকট অধিকতর প্রিয়।
(হাদীসটি আবুশ শায়খ 'কিতাবুস সওয়াবেই' বর্ণনা করেছেন। সম্ভবত এটি উপরে বর্ণিত হাদীসটির ন্যায় মওকুফ রিওয়ায়াত।)
(হাদীসটি আবুশ শায়খ 'কিতাবুস সওয়াবেই' বর্ণনা করেছেন। সম্ভবত এটি উপরে বর্ণিত হাদীসটির ন্যায় মওকুফ রিওয়ায়াত।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1419- وَرُوِيَ عَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِأَن أطْعم أَخا لي فِي الله لقْمَة أحب إِلَيّ من أَن أَتصدق على مِسْكين بدرهم وَلِأَن أعطي أَخا لي فِي الله درهما أحب إِلَيّ من أَن أَتصدق على مِسْكين بِمِائَة دِرْهَم
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا فِيهِ وَلَعَلَّه مَوْقُوف كَالَّذي قبله
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا فِيهِ وَلَعَلَّه مَوْقُوف كَالَّذي قبله