আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪১৮
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক সা' অথবা দু' সা' পরিমাণ' (এক সা' প্রায় সাড়ে তিন কেজি ওজনের সমান।) খাদ্য দিয়ে কয়েকজন বন্ধুকে আপ্যায়ন করা আমার নিকট এই বিষয়টির চেয়ে বেশি প্রিয় যে, আমি তোমাদের বাজারে গিয়ে একটি দাস ক্রয় করে আযাদ করে দেই।
(হাদীসটি আবুশ শায়খ তাঁর 'কিতাবুস সওয়াবে' মওকূফ পদ্ধতিতে বর্ণনা করেছেন, তবে এর সনদে লায়স ইবন আবু সুলায়ম নামক একজন সমালোচিত রাবী রয়েছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1418- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ لِأَن أجمع نَفرا من إخْوَانِي على صَاع أَو صَاعَيْنِ من طَعَام أحب إِلَيّ من أَن أَدخل سوقكم فأشتري رَقَبَة فَأعْتقهَا

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب مَوْقُوفا عَلَيْهِ وَفِي إِسْنَاده لَيْث بن أبي سليم
tahqiqতাহকীক:তাহকীক চলমান