আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১৭
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৪১৭. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ্ তার উপর আপন অনুগ্রহের চাদর বিস্তৃত করে রাখবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দুর্বলের প্রতি দয়া, পিতামাতার প্রতি সদয় ব্যবহার ও দাসদের প্রতি অনুগ্রহ। আর তিনটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, তাকে আল্লাহ তা'আলা ঐদিন আপন আরশের ছায়ায় স্থান দেবেন যেদিন অন্য কোন ছায়া থাকবে না। কষ্টের মধ্যেও উযূ করা, অন্ধকারে মসজিদে গমন এবং ক্ষুধার্তকে আহার্য দান।
(তিরমিযী কেবল প্রথম তিনটি বিষয়ের বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি 'গরীব'। আবুশ শায়খও 'কিতাবুস সওয়াবে' হাদীসটি তিরমিযীর অনুরূপ বর্ণনা করেছেন। আবুল কাসিম ইস্পাহানী পূর্ণ হাদীসটি রিওয়ায়াত করেন।)
(তিরমিযী কেবল প্রথম তিনটি বিষয়ের বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি 'গরীব'। আবুশ শায়খও 'কিতাবুস সওয়াবে' হাদীসটি তিরমিযীর অনুরূপ বর্ণনা করেছেন। আবুল কাসিম ইস্পাহানী পূর্ণ হাদীসটি রিওয়ায়াত করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1417- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ نشر الله عَلَيْهِ كنفه وَأدْخلهُ جنته رفق بالضعيف وشفقة على الْوَالِدين وإحسان إِلَى الْمَمْلُوك
وَثَلَاث من كن فِيهِ أظلهُ الله عز وَجل تَحت عَرْشه يَوْم لَا ظلّ إِلَّا ظله الْوضُوء فِي المكاره وَالْمَشْي إِلَى الْمَسَاجِد فِي الظُّلم وإطعام الجائع
رَوَاهُ التِّرْمِذِيّ بِالثلَاثِ الأول فَقَط وَقَالَ حَدِيث غَرِيب
رَوَاهُ الشَّيْخ فِي الثَّوَاب وَأَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ بِتَمَامِهِ
وَثَلَاث من كن فِيهِ أظلهُ الله عز وَجل تَحت عَرْشه يَوْم لَا ظلّ إِلَّا ظله الْوضُوء فِي المكاره وَالْمَشْي إِلَى الْمَسَاجِد فِي الظُّلم وإطعام الجائع
رَوَاهُ التِّرْمِذِيّ بِالثلَاثِ الأول فَقَط وَقَالَ حَدِيث غَرِيب
رَوَاهُ الشَّيْخ فِي الثَّوَاب وَأَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ بِتَمَامِهِ