আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১৬
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৪১৬. জাফর আবাদী ও হাসান (র) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তাঁর ঐ সকল বান্দাকে নিয়ে ফিরিশতাদের সাথে গর্ব করেন যারা লোকদেরকে আহার্য দান করে।
(হাদীসটি আবুশ শায়খ ইবন হিব্বান তাঁর 'কিতাবুস সওয়াবে' মুরসালরূপে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবুশ শায়খ ইবন হিব্বান তাঁর 'কিতাবুস সওয়াবে' মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1416 - وَرُوِيَ عَن جَعْفَر الْعَبْدي وَالْحسن قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل يباهي مَلَائكَته بالذين يطْعمُون الطَّعَام من عبيده
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب مُرْسلا
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب مُرْسلا