আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪১৫
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪১৫. হযরত মুয়ায ইবন জাবাল (রা) সূত্রে রাসূলুল্লাহ মাক্ত থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন মু'মিনকে এমনভাবে আহার করায় যে তার ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন যে, তাঁর সমতুল্য ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।
(তাবারানী তাঁর 'কাবীর'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1415- وَرُوِيَ عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أطْعم مُؤمنا حَتَّى يشبعه من سغب أدخلهُ الله بَابا من أَبْوَاب الْجنَّة لَا يدْخلهُ إِلَّا من كَانَ مثله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান