আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১৪
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪১৪. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্-কে প্রশ্ন করা হল সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মু'মিনের মনে আনন্দ দান। তা তুমি তার ক্ষুধা নিবারণ করে অথবা লজ্জা নিবারণ করে অথবা তার কোন প্রয়োজন পূরণ করেই কর না কেন।
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এই হাদীসটি 'কিতাবুস সওয়াবে' হযরত ইবন উমর (রা) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। তাঁর অপর একটি বর্ণনায় রয়েছে। আল্লাহর নিকট অধিকতর প্রিয় আমল হচ্ছে মু'মিনের মনে আনন্দ দান, তাকে বিপদমুক্ত করেই হোক, তার ক্ষুধা নিবারণ করেই হোক, চাই তার ঋণ শোধ করে দিয়েই হোক।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' কিতাবে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এই হাদীসটি 'কিতাবুস সওয়াবে' হযরত ইবন উমর (রা) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। তাঁর অপর একটি বর্ণনায় রয়েছে। আল্লাহর নিকট অধিকতর প্রিয় আমল হচ্ছে মু'মিনের মনে আনন্দ দান, তাকে বিপদমুক্ত করেই হোক, তার ক্ষুধা নিবারণ করেই হোক, চাই তার ঋণ শোধ করে দিয়েই হোক।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1414- وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْأَعْمَال أفضل قَالَ إدخالك السرُور على مُؤمن أشبعت جوعته أَو كسوت عَوْرَته أَو قضيت لَهُ حَاجَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ
وَفِي رِوَايَة لَهُ أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل سرُور تدخله على مُسلم أَو تكشف عَنهُ كربَة أَو تطرد عَنهُ جوعا أَو تقضي عَنهُ دينا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ
وَفِي رِوَايَة لَهُ أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل سرُور تدخله على مُسلم أَو تكشف عَنهُ كربَة أَو تطرد عَنهُ جوعا أَو تقضي عَنهُ دينا