আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১৩
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪১৩. উক্ত হাদীছটি হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. একদিন বললেন: তোমাদের মধ্যে কে আজ রোযাদার অবস্থায় প্রভাত করেছ? আবু বকর (রা) বললেন, আমি। তিনি প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মিসকীনকে আহার্য দান করেছে? আবূ বকর বললেন, আমি। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজ কোন জানাযার সাথে গিয়েছ। (অর্থাৎ কোন মৃত ব্যক্তির দাফন কাফনে অংশ গ্রহণ করেছ?) আবু বকর বললেন, আমি। রাসূলুল্লাহ সা. পুনরায় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজ কোন রুগ্ন ব্যক্তির কুশল জানতে গিয়েছ? আবু বকর বললেন, আমি। রাসুলুল্লাহ্ সা. তখন বললেন, যে ব্যক্তির মধ্যে এই গুণসমূহের সমাবেশ ঘটবে, সে অবশ্যই জান্নাতে যাবে।
(ইব্ন খুযায়মা তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইব্ন খুযায়মা তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1413- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح مِنْكُم الْيَوْم صَائِما فَقَالَ أَبُو بكر رَضِي الله عَنهُ أَنا فَقَالَ من أطْعم مِنْكُم الْيَوْم مِسْكينا فَقَالَ أَبُو بكر أَنا
قَالَ من تبع مِنْكُم الْيَوْم جَنَازَة قَالَ أَبُو بكر أَنا فَقَالَ من عَاد مِنْكُم الْيَوْم مَرِيضا قَالَ أَبُو بكر أَنا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا اجْتمعت هَذِه الْخِصَال قطّ فِي رجل إِلَّا دخل الْجنَّة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ من تبع مِنْكُم الْيَوْم جَنَازَة قَالَ أَبُو بكر أَنا فَقَالَ من عَاد مِنْكُم الْيَوْم مَرِيضا قَالَ أَبُو بكر أَنا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا اجْتمعت هَذِه الْخِصَال قطّ فِي رجل إِلَّا دخل الْجنَّة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه