আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪১০
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪১০. হয়রত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন: সর্বোত্তম সাদকা হচ্ছে কোন ভূথা প্রাণকে তৃপ্ত করা।
হাদীসটি আবুশ শায়খ 'কিতাবুস সওয়াবে' ও বায়হাকী বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ বায়হাকীর। ইস্পাহানীও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই হিশামের মুআযযিন যরবী সূত্রে হযরত আনাস (রা) থেকে রিওয়ায়াত করেন। আবুশ-শায়খ ও ইস্পাহানীর বর্ণনাটি নিম্নরূপঃ
হযরত আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সা. -কে বলতে শুনেছি যে, কোন ভুখা প্রাণকে পরিতৃপ্ত করার চাইতে উত্তম কোন কাজ নেই।
হাদীসটি আবুশ শায়খ 'কিতাবুস সওয়াবে' ও বায়হাকী বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ বায়হাকীর। ইস্পাহানীও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই হিশামের মুআযযিন যরবী সূত্রে হযরত আনাস (রা) থেকে রিওয়ায়াত করেন। আবুশ-শায়খ ও ইস্পাহানীর বর্ণনাটি নিম্নরূপঃ
হযরত আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সা. -কে বলতে শুনেছি যে, কোন ভুখা প্রাণকে পরিতৃপ্ত করার চাইতে উত্তম কোন কাজ নেই।
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1410- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الصَّدَقَة أَن تشبع كبدا جائعا
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ والأصبهاني كلهم من رِوَايَة زَرْبِي مُؤذن هِشَام عَن أنس وَلَفظ أبي الشَّيْخ والأصبهاني قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عمل أفضل من إشباع كبد جَائِع
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ والأصبهاني كلهم من رِوَايَة زَرْبِي مُؤذن هِشَام عَن أنس وَلَفظ أبي الشَّيْخ والأصبهاني قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عمل أفضل من إشباع كبد جَائِع
