আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪০৯
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪০৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি তার ভাইকে পেট ভরে আহার করায় ও পরিতৃপ্ত করে পানিপান করায়, আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে এমন সাতটি গহবর দূরে নিয়ে যান যার দু'টি গহবরের মাঝে পাঁচশ' বছরের দূরত্ব হবে।
(তাবারানী তাঁর 'কাবীর'-এ, আবুশ শায়খ ইব্‌ন হিব্বান 'কিতাবুস সওয়াবে', হাকিম ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1409- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أطْعم أَخَاهُ حَتَّى يشبعه وسقاه من المَاء حَتَّى يرويهِ باعده الله من النَّار سبع خنادق مَا بَين كل خندقين مسيرَة خَمْسمِائَة عَام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান