আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৪০৮
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
ভীতি প্রদর্শন
১৪০৮. হযরত বারা ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একজন বেদুঈন রাসূলুল্লাহ সা.-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমাকে এমন আমল শিখিয়ে দিন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ্ একথা শুনে বললেন, ভূমিকা সংক্ষিপ্ত করলেও তুমি প্রশ্নটি করেছ বিরাট। মানুষকে দাসত্বমুক্ত কর, গর্দান খালাস কর। যদি তা না পার তবে ক্ষুধার্তকে আহার্য দানে আপ্যায়িত কর, পিপাসার্তকে পানি পান করাও।…………… হাদীসের শেষ পর্যন্ত।
(আহমাদ ইবন হিব্বান তার 'সহীহ'-এ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি 'দাসমুক্তি' পরিচ্ছেদে আসছে ইনশা আল্লাহ্।)
(আহমাদ ইবন হিব্বান তার 'সহীহ'-এ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি 'দাসমুক্তি' পরিচ্ছেদে আসছে ইনশা আল্লাহ্।)
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1408- وَعَن الْبَراء بن عَازِب قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ إِن كنت أقصرت الْخطْبَة لقد أَعرَضت الْمَسْأَلَة أعتق النَّسمَة وَفك الرَّقَبَة فَإِن لم تطق ذَلِك فأطعم الجائع واسق الظمآن
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْعتْق إِن شَاءَ الله تَعَالَى
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْعتْق إِن شَاءَ الله تَعَالَى
