আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৮৮
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সা.)-এর সাথে খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। গনীমতের অংশ হিসেবে তার ভাগে দু'টি দীনার এসেছিল। লোকটি দীনার দু'টি নিয়ে তার জামার ভিতর পুরে সেলাই করে ফেলল। তারপর বেদুঈনটির মৃত্যু হলো এবং দীনার দু'টি খুঁজে পাওয়া গেল। ঘটনাটি রাসূলুল্লাহ্-এর নিকট আলোচনা করা হলে তিনি বললেন, এগুলো হবে আগুনের দু'টি দাগ। -(আহমদ)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1388- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن أَعْرَابِيًا غزا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خَيْبَر فَأَصَابَهُ من سَهْمه دِينَارَانِ فَأَخذهُمَا الْأَعرَابِي فجعلهما فِي عباءة فخيط عَلَيْهِمَا ولف عَلَيْهِمَا فَمَاتَ الْأَعرَابِي فَوجدَ الديناران فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ كَيَّتَانِ
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن لَا بَأْس بِهِ فِي المتابعات
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن لَا بَأْس بِهِ فِي المتابعات