আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৮৭
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৭. হযরত সালামা ইবনুল আক্ওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী -এর নিকট বসা ছিলাম। এমন সময় একটি জানাযা আসল। তিনি বললেন, লোকটি কি কোন ঋণ রেখে গেছে? সবাই বলল, জ্বী না। তিনি আবার প্রশ্ন করলেন, সে কি কোন সম্পদ রেখে গিয়েছে? লোকেরা বলল, জ্বী হ্যাঁ, তিনটি দীনার। তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, তিনটি আগুনের দাগ।
(আহমদ উত্তম ও হাসান, সনদে হাদীসটি বর্ণনা করেছেন। পাঠ আহমদের। বুখারী অনুরূপভাবে ও ইবন হিব্বান তার 'সহীহে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1387- وَعَن سَلمَة بن الْأَكْوَع رَضِي الله عَنهُ قَالَ كنت جَالِسا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأتي بِجنَازَة ثمَّ أُتِي بِأُخْرَى فَقَالَ هَل ترك من دين قَالُوا لَا
قَالَ فَهَل ترك شَيْئا قَالُوا نعم ثَلَاثَة دَنَانِير فَقَالَ بأصابعه ثَلَاث كيات الحَدِيث

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن جيد وَاللَّفْظ لَهُ وَالْبُخَارِيّ بِنَحْوِهِ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান