আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৮৬
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৬. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুফফাবাসীদের জনৈক ব্যক্তির মৃত্যু হলে তার পাগড়ীর ভাঁজের মধ্যে দু'টি দীনার পাওয়া গেল। লোকেরা তা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট আলোচনা করল। তিনি তখন বললেন, এ দু'টি হবে আগুনের দাগ।
(আহমদ ও ইবন হিব্বান তার 'সহীহে' হাদীসটি বর্ণনা করেছেন।)
[ হাফিয (যাকীউদ্দীন) বলেন। লোকটি বাহ্যিকভাবে দারিদ্র্যের লেবাস পরে এবং মিসকীনদের সাথে সাদকা-খয়রাত গ্রহণে শরীক থেকে গোপনে অর্থ সঞ্চয় করে রেখেছিল বলেই তার এ ভয়াবহ পরিণামের কথা বলা হয়েছে। আল্লাহই ভাল জানেন।
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1386- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ توفّي رجل من أهل الصّفة فوجدوا فِي شملته دينارين فَذكرُوا ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ كَيَّتَانِ

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ الْحَافِظ وَإِنَّمَا كَانَ كَذَلِك لِأَنَّهُ ادخر مَعَ تلبسه بالفقر ظَاهرا ومشاركته الْفُقَرَاء فِيمَا يَأْتِيهم من الصَّدَقَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৮৬ | মুসলিম বাংলা