আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৮৫
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.)-এর যুগে এক ব্যক্তি এমন নিঃস্ব অবস্থায় মারা গেল যে, তার কাফন দেওয়ার মত কিছু পাওয়া যাচ্ছিল না। রাসূলুল্লাহ (সা.) প্রায় তখন হাযির হলেন এবং বললেন, তার ইযারের অভ্যন্তরভাগ লক্ষ্য করে দেখ। তখন একটি অথবা দু'টি দীনার পাওয়া গেল। রাসূলুল্লাহ (সা.) বললেন, এ দু'টি হবে আগুনের দাগ।
অন্য বর্ণনায় রয়েছে। সুফফাবাসীদের জনৈক ব্যক্তি মারা গেলে তার ইযারের মধ্যে একটি দীনার পাওয়া গেল। রাসূলুল্লাহ (সা.) বললেন, এটি হবে আগুনের দাগ। কিছুদিন পর আরেক ব্যক্তি মারা গেল তার ইযারের মধ্যে দু'টি দীনার পাওয়া গেল। রাসূলুল্লাহ বললেন, আগুনের দু'টি দাগ।
(আহমদ ও তাবারানী। বিভিন্ন সনদের বর্ণনাকারীদের মধ্যে শাহর ইবন হাওশাব ব্যতীত কতিপয় নির্ভরযোগ্য।)
অন্য বর্ণনায় রয়েছে। সুফফাবাসীদের জনৈক ব্যক্তি মারা গেলে তার ইযারের মধ্যে একটি দীনার পাওয়া গেল। রাসূলুল্লাহ (সা.) বললেন, এটি হবে আগুনের দাগ। কিছুদিন পর আরেক ব্যক্তি মারা গেল তার ইযারের মধ্যে দু'টি দীনার পাওয়া গেল। রাসূলুল্লাহ বললেন, আগুনের দু'টি দাগ।
(আহমদ ও তাবারানী। বিভিন্ন সনদের বর্ণনাকারীদের মধ্যে শাহর ইবন হাওশাব ব্যতীত কতিপয় নির্ভরযোগ্য।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1385- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رجلا توفّي على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَلم يُوجد لَهُ كفن فَأتى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ انْظُرُوا إِلَى دَاخِلَة إزَاره فأصيب دِينَار أَو دِينَارَانِ فَقَالَ كَيَّتَانِ
وَفِي رِوَايَة توفّي رجل من أهل الصّفة فَوجدَ فِي مِئْزَره دِينَار فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيَّة ثمَّ توفّي آخر فَوجدَ فِي مِئْزَره دِينَارَانِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيَّتَانِ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طرق ورواة بَعْضهَا ثِقَات أثبات غير شهر بن حَوْشَب
وَفِي رِوَايَة توفّي رجل من أهل الصّفة فَوجدَ فِي مِئْزَره دِينَار فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيَّة ثمَّ توفّي آخر فَوجدَ فِي مِئْزَره دِينَارَانِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيَّتَانِ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طرق ورواة بَعْضهَا ثِقَات أثبات غير شهر بن حَوْشَب
