আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৮৪
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৪. হযরত কায়স ইবন আবু হাযিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ ইবন মাসউদকে অসুস্থাবস্থায় দেখতে গিয়েছিলাম। তিনি তখন বললেন, লোকেরা কি বলবে, তা আমি বুঝতে পারছি না। তবে আমিতো চাই যে, আমার এই সিন্দুকের জিনিসগুলো যেন অগ্নিখণ্ড না হয়। তারপর তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন লোকেরা দেখল যে, সিন্দুকে এক হাজার অথবা দু'হাজার (মুদ্রা) রয়েছে।
(তাবারানী তাঁর 'কাবীরে' হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1384- وَعَن قيس بن أبي حَازِم قَالَ دخلت على سعيد بن مَسْعُود نعوده فَقَالَ مَا أَدْرِي مَا يَقُولُونَ وَلَكِن لَيْت مَا فِي تابوتي هَذَا جمر فَلَمَّا مَاتَ نظرُوا فَإِذا فِيهِ ألف أَو أَلفَانِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান