আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৮৩
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৮৩. উক্ত হাদীছটি হযরত আবদুল্লাহ্ ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন: ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ। আমি একথা পসন্দ করি না যে, উহুদ পাহাড়টি মুহাম্মদ -এর পরিজনদের জন্য সোনায় পরিণত হয়ে যাবে এবং আমি এটি আল্লাহর রাহে খরচ করে যাব। আর মৃত্যুর দিন এ থেকে আমি দু'টি দীনারও রেখে যাব। হ্যাঁ, যদি ঋণ থাকে, তবে ঋণ আদায়ের জন্য দু'টি দীনার রেখে যেতে পারি।
(আহমদ ও আবূ ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের সনদ উত্তম ও শক্তিশালী।)
(আহমদ ও আবূ ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের সনদ উত্তম ও শক্তিশালী।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1383- وَعنهُ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْتفت إِلَى أحد فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا يسرني أَن أحدا تحول لآل مُحَمَّد ذَهَبا أنفقهُ فِي سَبِيل الله أَمُوت يَوْم أَمُوت أدع مِنْهُ دينارين إِلَّا دينارين أعدهما للدّين إِن كَانَ
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد جيد قوي
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد جيد قوي
