আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৮৯
স্বামী অনুমতি দিলে তার সম্পদ থেকে স্ত্রীর সাদ্‌কা করার প্রতি উৎসাহ দান এবং অনুমতি না থাকা অবস্থায় এ দানের ব্যাপারে সতর্কবাণী
১৩৮৯. হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ স্ত্রী যখন স্বামীর ঘর থেকে খাদ্য জাতীয় কোন বস্তু দান করে এবং সম্দ বিনষ্ট করা তার উদ্দেশ্য না হয়, তখন সে দানের কারণে সে সওয়াব পায়, স্বামী তার উপার্জনের কারণে সওয়াবের অধিকারী হয় এবং সম্পদের হিফাযতকারীও অনুরূপ সওয়াব লাভ করে। একজন অপরের সওয়াব কম করে দেয় না।
(বুখারী ও মুসলিম। শব্দমালা মুসলিমের। আবু দাউদ, ইব্‌ন মাজাহ, তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহে'; তবে কেউ কেউ أنفقت এর স্থলে إذا تصدقت ব্যবহার করেছেন।
ترغيب الْمَرْأَة فِي الصَّدَقَة من مَال زَوجهَا إِذا أذن وترهيبها مِنْهَا مَا لم يَأْذَن
1389- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أنفقت الْمَرْأَة من طَعَام بَيتهَا غير مفْسدَة كَانَ لَهَا أجرهَا بِمَا أنفقت ولزوجها أجره بِمَا اكْتسب وللخادم مثل ذَلِك لَا ينقص بَعضهم من أجر بعض شَيْئا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَعند بَعضهم إِذا تَصَدَّقت بدل أنفقت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৮৯ | মুসলিম বাংলা