আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৭৮
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্-এর নিকট তিনটি পাখি হাদিয়া স্বরূপ আসল। এখান থেকে একটি পাখি তিনি আপন ভৃত্যকে দিলেন। পরদিন সে এই পাখিটি নিয়ে রাসূলুল্লাহ্ হয়ে-এর নিকট আসল। রাসূলুল্লাহ তাকে বললেন, আমি কি আগামীকালের জন্য কোন কিছু উঠিয়ে রাখতে তোমাকে বারণ করিনি? কেননা আল্লাহ অবশ্যই আগামী দিনের আহার্য সরবরাহ করবেন।
(আবু ইয়ালা ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবু ইয়ালা ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1378- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ أهديت للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث طوائر فأطعم خادمه طائرا
فَلَمَّا كَانَ من الْغَد أَتَتْهُ بهَا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم أَنْهَك أَن ترفعي شَيْئا لغد
فَإِن الله يَأْتِي برزق غَد
رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ ورواة أبي يعلى ثِقَات
فَلَمَّا كَانَ من الْغَد أَتَتْهُ بهَا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم أَنْهَك أَن ترفعي شَيْئا لغد
فَإِن الله يَأْتِي برزق غَد
رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ ورواة أبي يعلى ثِقَات
