আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৭৯
অধ্যায়ঃ সদকা
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৯. উক্ত হাদীছটি হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) আগামী দিনের জন্য কোন কিছু সঞ্চয় করে রাখতেন না।
(ইবন হিব্বান তাঁর সহীহায় ও বায়হাকী, উভয়ে জাফর ইবন সুলায়মান যুবাঈ সূত্রে সাবিত থেকে হাদীসটি বর্ণনা করেন।)
(ইবন হিব্বান তাঁর সহীহায় ও বায়হাকী, উভয়ে জাফর ইবন সুলায়মান যুবাঈ সূত্রে সাবিত থেকে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1379- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يدّخر شَيْئا لغد
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة جَعْفَر بن سُلَيْمَان الضبعِي عَن ثَابت عَنهُ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة جَعْفَر بن سُلَيْمَان الضبعِي عَن ثَابت عَنهُ