আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৭৭
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৭. হযরত আবদুল্লাহ ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার আবু যর (রা)-এর সাথে ছিলাম, এমন সময় তাঁর প্রাপ্য অংশটি নিজের কাছে আসল। আবু যর (রা)-এর কাছে তাঁর একটি দাসী ছিল। সে তাঁর প্রয়োজনে এখান থেকে খরচ করতে থাকল। অবশেষে সাতটি মুদ্রা অবশিষ্ট রয়ে গেল। আবু যর দাসীকে এর বিনিময়ে দারিদ্র্য ক্রয় করে নিতে বললেন। আমি তখন বললাম, আপনি যদি এগুলো আকস্মিক ব্যয় নির্বাহ অথবা আগত মেহমানদের জন্য সঞ্চয় করে রাখতেন। তিনি বললেন, আমার বন্ধু [রাসূল (সা)। আমাকে বলেছেন, যে সোনা-রূপা সঞ্চয় করে রাখা হবে, তা তার মালিকের জন্য আগুন হয়ে থাকবে- যে পর্যন্ত না এগুলো মহান আল্লাহর পথে ব্যয় করা হবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ও তাবারানী এটি সংক্ষিপ্তকারে বর্ণনা করেছেন।)
তারাবানীর বর্ণনাটি এরূপঃ আবু যর (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা.) -কে একথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি সোনা-রূপা সঞ্চয় করে রাখবে ও আল্লাহর পথে ব্যয় না করবে, তার এ সম্পদ আগুনে পরিণত হবে এবং এটি দিয়ে তার দেহে দাগ দেয়া হবে। -এ পাঠ তাবারানীর, আর তাঁর বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য।
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1377- وَعَن عبد الله بن الصَّامِت قَالَ كنت مَعَ أبي ذَر رَضِي الله عَنهُ فَخرج عطاؤه وَمَعَهُ جَارِيَة لَهُ
قَالَ فَجعلت تقضي حَوَائِجه ففضل مَعهَا سَبْعَة فَأمرهَا أَن تشتري بِهِ فُلُوسًا
قَالَ قلت لَو أَخَّرته للْحَاجة تنوبك أَو للضيف ينزل بك
قَالَ إِن خليلي عهد إِلَيّ أَن أَيّمَا ذهب أَو فضَّة أوكىء عَلَيْهِ فَهُوَ جمر على صَاحبه حَتَّى يفرغه فِي سَبِيل الله عز وَجل

رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
وَرَوَاهُ أَحْمد أَيْضا وَالطَّبَرَانِيّ بِاخْتِصَار الْقِصَّة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أوكى على ذهب أَو فضَّة وَلم يُنْفِقهُ فِي سَبِيل الله كَانَ جمرا يَوْم الْقِيَامَة يكوى بِهِ
هَذَا لفظ الطَّبَرَانِيّ وَرِجَاله أَيْضا رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৭৭ | মুসলিম বাংলা