আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৭৬
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৬. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.)-এর সাতটি দীনার ছিল, যা তিনি আয়েশার নিকট রেখেছিলেন। তিনি যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে পড়লেন, তখন বললেন, হে আয়েশা! স্বর্ণখণ্ডগুলো আলীর নিকট পাঠিয়ে দাও। তারপর তিনি বেহুঁশ হয়ে পড়লেন। এদিকে আয়েশা রাসূলুল্লাহ্-এর খিদমতে ব্যস্ত হয়ে থাকলেন। রাসূলুল্লাহ্ বারবার এ কথাটি বলছিলেন। আর প্রতিবারই তিনি বেহুঁশ হয়ে যাচ্ছিলেন। এদিকে আয়েশাও তাঁর খিদমতে ব্যস্ত হয়ে পড়ছিলেন। অবশেষে তিনি নিজেই তা আলীর কাছে পাঠিয়ে দিলেন এবং আলী এগুলো দান করে দিলেন। সোমবার রাতে যখন রাসূলুল্লাহ (সা.) মৃত্যু যন্ত্রণায় উপনীত হলেন, আয়েশা তখন প্রতিবেশী এক মহিলার কাছে এই বলে একটি প্রদীপ পাঠালেন যে, তোমার তৈলাধার থেকে আমার প্রদীপটিতে সামান্য তৈল ভরে পাঠাও। কেননা, রাসূলুল্লাহ্ (সা.) মৃত্যু যন্ত্রণায় উপনীত।
(তাবারানী 'কবীর'-এ বিশুদ্ধ সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহে' হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1376- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ كَانَت عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَبْعَة دَنَانِير وَضعهَا عِنْد عَائِشَة فَلَمَّا كَانَ عِنْد مَرضه قَالَ يَا عَائِشَة ابعثي بِالذَّهَب إِلَى عَليّ ثمَّ أُغمي عَلَيْهِ
وشغل عَائِشَة مَا بِهِ حَتَّى قَالَ ذَلِك مرَارًا كل ذَلِك يغمى على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ويشغل عَائِشَة مَا بِهِ فَبعث إِلَى عَليّ فَتصدق بهَا وَأمسى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي حَدِيد الْمَوْت لَيْلَة الِاثْنَيْنِ فَأرْسلت عَائِشَة بمصباح لَهَا إِلَى امْرَأَة من نسائها فَقَالَت أهدي لنا فِي مصباحنا من عكتك السّمن فَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمْسَى فِي حَدِيد الْمَوْت

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث عَائِشَة بِمَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৭৬ | মুসলিম বাংলা