আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৭৫
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৫. মালিকদার থেকে বর্ণিত যে, একবার উমর ইবনুল খাত্তাব (রা) চারশটি দীনার নিয়ে একটি থলেতে পুরে ভৃত্যকে বললেন: এটি আবু উবায়দা ইবনুল জাররাহ্-এর নিকট নিয়ে যাও। তারপর কিছুক্ষণ ঘরে অপেক্ষা করে দেখ, তিনি কি করেন। ভৃত্যটি এগুলো নিয়ে তাঁর কাছে গেল এবং বলল, আমীরুল মু'মিনীন এগুলো আপনার প্রয়োজনে ব্যয় করতে বলেছেন। আবু উবায়দা বললেন, আল্লাহ্ তাঁকে আপন করে নিন ও তাঁর উপর দয়া করুন। তারপর দাসীকে বললেন, এদিকে এস যে, এই সাতটি দীনার নিয়ে অমুকের কাছে, এই পাঁচটি নিয়ে অমুকের কাছে ও এই পাঁচটি নিয়ে অমুকের কাছে যাও! এভাবে তিনি সবগুলো দীনার নিঃশেষিত করে ফেললেন।
এদিকে ভৃত্যটি উমর (রা)-এর নিকট ফিরে এসে সবকিছু খুলে বলল। সে এসে দেখল উমর (রা) মুয়ায ইবন জাবাল-এর জন্যও ঐ পরিমাণ দীনার গুণে রেখেছেন। তিনি বললেন, এগুলো নিয়ে মুয়ায ইব্‌ন জাবালের নিকট যাও এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখ, তিনি কি করেন। ভৃত্যটি এগুলো নিয়ে তাঁর কাছেও গেল এবং বলল, আমীরুল মু'মিনীন এগুলো আপনার প্রয়োজনে ব্যয় করতে বলেছেন। তিনি বললেন, আল্লাহ্ তাঁকে দয়া করুন ও আপন করে নিন। হে দাসী। এদিকে এস। এই কয়টি দীনার নিয়ে অমুকের বাড়িতে, এই কয়টি নিয়ে অমুকের বাড়িতে ও এই কয়টি নিয়ে অমুকের বাড়িতে যাও। এদিকে মুয়াযের স্ত্রী বিষয়টি জানতে পেরে বললেন: আল্লাহর কসম! আমরাও তো নিঃস্ব। সুতরাং আমাদেরকেও কিছু দিন। কিন্তু তখন থলের মধ্যে দু'টির বেশি দীনার ছিল না। তাই মুয়ায এ দু'টিই তার দিকে ছুঁড়ে দিলেন। ভৃত্যটি উমর (রা)-এর নিকট ফিরে এলো এবং সব কিছু তাঁকে খুলে বলল। তিনি খুব খুশি হলেন এবং বললেন। ওঁরা হচ্ছেন পরস্পর ভাই ভাই।
(হাদীসটি তাবারানী 'কবীর'-এ বর্ণনা করেছেন। মালিকদার পর্যন্ত সকল বর্ণনাকারীই মশহুর ও নির্ভরযোগ্য। অবশ্য মালিকদার সম্পর্কে আমাদের কিছু জানা নেই।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1375 - وَعَن مَالك الدَّار أَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَخذ أَرْبَعمِائَة دِينَار فَجَعلهَا فِي صرة فَقَالَ للغلام اذْهَبْ بهَا إِلَى أبي عُبَيْدَة بن الْجراح ثمَّ تله فِي الْبَيْت سَاعَة حَتَّى تنظر مَا يصنع فَذهب بهَا الْغُلَام إِلَيْهِ فَقَالَ يَقُول لَك أَمِير الْمُؤمنِينَ اجْعَل هَذِه فِي بعض
حَاجَتك فَقَالَ وَصله الله ورحمه ثمَّ قَالَ تعالي يَا جَارِيَة اذهبي بِهَذِهِ السَّبْعَة إِلَى فلَان وبهذه الْخَمْسَة إِلَى فلَان وبهذه الْخَمْسَة إِلَى فلَان حَتَّى أنفذها وَرجع الْغُلَام إِلَى عمر فَأخْبرهُ فَوَجَدَهُ قد أعد مثلهَا لِمعَاذ بن جبل فَقَالَ اذْهَبْ بهَا إِلَى معَاذ بن جبل وتله فِي الْبَيْت حَتَّى تنظر مَا يصنع فَذهب بهَا إِلَيْهِ فَقَالَ يَقُول لَك أَمِير الْمُؤمنِينَ اجْعَل هَذِه فِي بعض حَاجَتك فَقَالَ رَحمَه الله وَوَصله تعالي يَا جَارِيَة اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا اذهبي إِلَى بَيت فلَان بِكَذَا فاطلعت امْرَأَة معَاذ وَقَالَت نَحن وَالله مَسَاكِين فَأَعْطِنَا فَلم يبْق فِي الْخِرْقَة إِلَّا دِينَارَانِ فدحى بهما إِلَيْهَا وَرجع الْغُلَام إِلَى عمر فَأخْبرهُ فسر بذلك فَقَالَ إِنَّهُم إخْوَة بَعضهم من بعض

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته إِلَى مَالك الدَّار ثِقَات مَشْهُورُونَ وَمَالك الدَّار لَا أعرفهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৭৫ | মুসলিম বাংলা