আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৭৪
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহ তাঁর এমন দু'জন বান্দাকে মৃত্যুর পর পূনর্জীবিত করলেন, যাদেরকে অনেক সম্পদ ও সন্তান দান করেছিলেন। তারপর তাদের একজনকে বললেন, হে অমুকের পুত্র অমুক! সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল, আলবৎ হে প্রভু। তিনি বললেন, আমি তোমাকে যা কিছু দান করেছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, দারিদ্র্যের ভয়ে আমার সন্তানদের জন্য ঐ সম্পদ রেখে এসেছিলাম। আল্লাহ বললেন, তুমি যদি আসল ব্যাপারটি জানতে, তাহলে খুব অল্প হাসতে আর অধিক কাঁদতে। শুনে নাও, তুমি তোমার সন্তানদের উপর যে বিষয়টির আশংকা করেছিলে, আমি তাদের উপর তাই নাযিল করে দিয়েছি।
অপর ব্যক্তিকে তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক। সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ্ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল আলবৎ হে প্রতিপালক! তিনি বললেন, আমি তোমাকে যা দিয়েছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, তোমার সন্তুষ্টির জন্য আমি তা খরচ করে ফেলেছিলাম এবং আমার পর আমার সন্তানদের জন্য তোমার বদান্যতার উপরই ভরসা করেছিলাম। আল্লাহ্ বললেন, তুমি যদি প্রকৃত অবস্থা জানতে তাহলে খুব হাসতে এবং অল্পই কাঁদতে। শুনে নাও, তুমি তাদের জন্য যে জিনিসটির উপর ভরসা করেছিলে, আমি তাদেরকে তাই দান করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
অপর ব্যক্তিকে তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক। সে বলল, প্রভু! আমি হাযির। আল্লাহ্ তখন বললেন, আমি কি তোমাকে প্রচুর ধন-সম্পদ ও সন্তানাদি দান করিনি? সে বলল আলবৎ হে প্রতিপালক! তিনি বললেন, আমি তোমাকে যা দিয়েছিলাম তার বেলায় তুমি কি করেছিলে? সে বলল, তোমার সন্তুষ্টির জন্য আমি তা খরচ করে ফেলেছিলাম এবং আমার পর আমার সন্তানদের জন্য তোমার বদান্যতার উপরই ভরসা করেছিলাম। আল্লাহ্ বললেন, তুমি যদি প্রকৃত অবস্থা জানতে তাহলে খুব হাসতে এবং অল্পই কাঁদতে। শুনে নাও, তুমি তাদের জন্য যে জিনিসটির উপর ভরসা করেছিলে, আমি তাদেরকে তাই দান করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1374 - وَرُوِيَ عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نشر الله عَبْدَيْنِ من عباده أَكثر لَهما من المَال وَالْولد فَقَالَ لأَحَدهمَا أَي فلَان ابْن فلَان قَالَ لبيْك رب وَسَعْديك
قَالَ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى أَي رب
قَالَ وَكَيف صنعت فِيمَا آتيتك قَالَ تركته لوَلَدي مَخَافَة الْعيلَة
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت قَلِيلا ولبكيت كثيرا أما إِن الَّذِي تخوفت عَلَيْهِم قد أنزلت بهم وَيَقُول للْآخر أَي فلَان ابْن فلَان فَيَقُول لبيْك أَي رب وَسَعْديك قَالَ لَهُ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى
أَي رب
قَالَ فَكيف صنعت فِيمَا آتيتك فَقَالَ أنفقت فِي طَاعَتك ووثقت لوَلَدي من بعدِي بِحسن طولك
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت كثيرا ولبكيت قَلِيلا أما إِن الَّذِي قد وثقت بِهِ أنزلت بهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
قَالَ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى أَي رب
قَالَ وَكَيف صنعت فِيمَا آتيتك قَالَ تركته لوَلَدي مَخَافَة الْعيلَة
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت قَلِيلا ولبكيت كثيرا أما إِن الَّذِي تخوفت عَلَيْهِم قد أنزلت بهم وَيَقُول للْآخر أَي فلَان ابْن فلَان فَيَقُول لبيْك أَي رب وَسَعْديك قَالَ لَهُ ألم أَكثر لَك من المَال وَالْولد قَالَ بلَى
أَي رب
قَالَ فَكيف صنعت فِيمَا آتيتك فَقَالَ أنفقت فِي طَاعَتك ووثقت لوَلَدي من بعدِي بِحسن طولك
قَالَ أما إِنَّك لَو تعلم الْعلم لضحكت كثيرا ولبكيت قَلِيلا أما إِن الَّذِي قد وثقت بِهِ أنزلت بهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
