আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৭৩
কল্যাণ খাতে সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান ও কার্পণ্যবশত সম্পদ আঁকড়ে থাকা ও তা পুঞ্জীভূত করা থেকে ভীতি প্রদর্শন
১৩৭৩. তালহা ইব্‌ন ইয়াহয়া সূত্রে তাঁর দাদী সু'দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন তালহা ইবন উবায়দুল্লাহর নিকট গেলাম। আমি তাঁর রোগ যাতনা লক্ষ্য করে বললাম, তোমার কি হয়েছে হে? আমাদের কোন ব্যাপার তোমাকে দ্বিধাগ্রস্ত করে ফেলেছে বুঝি? আমরা তার প্রতিবিধান করব নাকি? তিনি বললেন, না, তেমন কিছু নয়। তুমি একজন মুসলমানের কত উত্তম বধুই না বটে। আসল ব্যাপার হচ্ছে, আমার নিকট প্রচুর সম্পদ পূঞ্জীভূত হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না যে, এগুলোর ব্যাপারে আমি করবোটা কী? সু'দা বললেন, এতে তোমার চিন্তার কারণ কি থাকতে পারে? তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে ডাক এবং এগুলো তাদের মধ্যে বিতরণ করে দাও।
তিনি তখন বললেন, হে বালক! আমার সম্প্রদায়ের লোকজনকে উপস্থিত কর। সু'দা বলেন, আমি কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলাম, তিনি কি পরিমাণ সম্পদ বিতরণ করলেন? সে বলল, চার লক্ষ।
(হাদীসটি তাবারানী হাসান বা উত্তম সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْإِنْفَاق فِي وُجُوه الْخَيْر كرما والترهيب من الْإِمْسَاك والادخار شحا
1373 - وَعَن طَلْحَة بن يحيى عَن جدته سعدى قَالَت دخلت يَوْمًا على طَلْحَة تَعْنِي ابْن عبيد الله فَرَأَيْت مِنْهُ ثقلا فَقلت لَهُ مَا لَك لَعَلَّه رَابَك منا شَيْء فنعتبك قَالَ لَا ولنعم حَلِيلَة الْمَرْء الْمُسلم أَنْت وَلَكِن اجْتمع عِنْدِي مَال وَلَا أَدْرِي كَيفَ أصنع بِهِ
قَالَت وَمَا يغمك مِنْهُ ادْع قَوْمك فاقسمه بَينهم فَقَالَ يَا غُلَام عَليّ بقومي فَسَأَلت الخازن كم قسم قَالَ أَرْبَعمِائَة ألف

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৭৩ | মুসলিম বাংলা