আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৫৫
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৫. উক্ত হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (সা) মসজিদের দিকে বেরিয়ে আসলেন এবং এভাবে হাতে ইশারা করে বলছিলেন; বর্ণনাকারী আবূ আবদুর রহমান এখানে তাঁর হাত মাটির দিকে ইশারা করলেন। যে 'ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, আল্লাহ্ তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন। ইব্‌ন আবিদ-দুনিয়াও 'ইসতিনাউল মারুফ' নামক গ্রন্থে এটি রিওয়ায়াত করেছেন। এর পাঠ হচ্ছে নিম্নরূপ: একবার রাসূলুল্লাহ্ (সা) মসজিদে প্রবেশ করলেন। তখন তিনি বলছিলেন: তোমাদের মধ্যে কে একথায় আনন্দিত হয় যে, আল্লাহ্ তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের সবাইতো এতে আনন্দিত হই। তখন তিনি বললেন: যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, আল্লাহ্ তা'আলা তাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করবেন।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1355 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْمَسْجِد وَهُوَ يَقُول هَكَذَا وَأَوْمَأَ أَبُو عبد الرَّحْمَن بِيَدِهِ إِلَى الأَرْض من أنظر مُعسرا أَو وضع لَهُ وَقَاه الله من فيح جَهَنَّم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَابْن أبي الدُّنْيَا فِي اصطناع الْمَعْرُوف وَلَفظه قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد وَهُوَ يَقُول أَيّكُم يسره أَن يَقِيه الله عز وَجل من فيح جَهَنَّم قُلْنَا يَا رَسُول الله كلنا يسره
قَالَ من أنظر مُعسرا أَو وضع لَهُ وَقَاه الله عز وَجل من فيح جَهَنَّم
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৫৫ | মুসলিম বাংলা