আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৫৪
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি কোন অসম্বল ব্যক্তিকে তার সচ্ছলতা অর্জন পর্যন্ত অবকাশ দিল, আল্লাহ্ তার গুনাহের ক্ষেত্রে তাওবা পর্যন্ত তাকে অবকাশ দান করবেন।
(হাদীসটি ইব্ন আবুদ্-দুনিয়া ও তাবারানী 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন আবুদ্-দুনিয়া ও তাবারানী 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1354 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أنظر مُعسرا إِلَى ميسرته أنظرهُ الله بِذَنبِهِ إِلَى تَوْبَته
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
