আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৫৩
অধ্যায়ঃ সদকা
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৩. হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আশা পোষণ করে যে, তার দু'আ কবুল করা হোক এবং সংকট মোচন করে দেয়া হোক, সে যেন সংকটগ্রস্ত ব্যক্তির সংকট মোচন করে দেয়।
(হাদীসটি ইব্ন আবিদ দুনিয়া 'ইসতিনাউল মারুফ' কিতাবে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন আবিদ দুনিয়া 'ইসতিনাউল মারুফ' কিতাবে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1353 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَرَادَ أَن تستجاب دَعوته وَأَن تكشف كربته فليفرج عَن مُعسر
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف