আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৫২
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫২. হযরত আবুল ইউসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমার এই দু'চোখ দেখেছে- এই বলে তিনি তাঁর দু'টি আঙ্গুল দু'চোখের উপর রাখলেন, আমার এই দু'কান শুনেছে- এই বলে তিনি নিজের দু'টি আঙ্গুল কর্ণদ্বয়ের উপর রাখলেন, আমার এই অন্তর সংরক্ষণ করেছে- এই বলে তিনি আপন বক্ষের দিকে ইশারা করলেন- যখন রাসূলুল্লাহ (সা) বলছিলেন: যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেবে অথবা দায়মুক্ত করে দেবে, আল্লাহ্ তাকে আপন ছায়ায় আশ্রয় দান করবেন।
(হাদীসটি ইব্‌ন মাজাহ ও হাকিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ হাকিমের। তিনি বলেছেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তাবারানীও হাদীসটি উত্তম সনদে 'কবীর' গ্রন্থে উল্লেখ করেছেন। তাবারানী বর্ণনাটি এইরূপ: আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, রাসূলুল্লাহ্ (সা) কে আমি বলতে শুনেছিঃ সর্ব প্রথম যে ব্যক্তি আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে, সে হল ঐ ব্যক্তি যে কোন অসচ্ছল ব্যক্তিকে সাচ্ছ্বল্য অর্জন পর্যন্ত অবকাশ দিয়েছে অথবা তার প্রাপ্য এই বলে সাদ্কা করে দিয়েছে যে, যাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার সম্পদ তোমাকে সাদকা করে দিলাম এবং সাথে সাথে দলীলপত্রটি ছিড়ে ফেলে দেয়।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1352 - وَعَن أبي الْيُسْر رَضِي الله عَنهُ قَالَ أَبْصرت عَيْنَايَ هَاتَانِ وَوضع أصبعيه على عَيْنَيْهِ وَسمعت أذناي هَاتَانِ وَوضع أصبعيه فِي أُذُنَيْهِ ووعاه قلبِي هَذَا وَأَشَارَ إِلَى نِيَاط قلبه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أنظر مُعسرا أَو وضع لَهُ أظلهُ الله فِي ظله

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ
أشهد على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لسمعته يَقُول إِن أول النَّاس يستظل فِي ظلّ الله يَوْم الْقِيَامَة لرجل أنظر مُعسرا حَتَّى يجد شَيْئا أَو تصدق عَلَيْهِ بِمَا يَطْلُبهُ يَقُول مَالِي عَلَيْك صَدَقَة ابْتِغَاء وَجه الله ويخرق صَحِيفَته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৫২ | মুসলিম বাংলা