আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৫১
অধ্যায়ঃ সদকা
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তাকে দায়মুক্ত করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আপন আরশের ছায়ায় স্থান দিবেন, যে দিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়াই থাকবে না।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং এটি হাসান-সহীহ্ বলে মন্তব্য করেছেন। হাদীসে উক্ত وضع لَهُ শব্দটির অর্থ হচ্ছে দেনার অংশবিশেষ ছেড়ে দেয়া।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1351 - وَعنهُ رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أنظر مُعسرا أَو وضع لَهُ أظلهُ الله يَوْم الْقِيَامَة تَحت ظلّ عَرْشه يَوْم لَا ظلّ إِلَّا ظله

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَمعنى وضع لَهُ أَي ترك لَهُ شَيْئا مِمَّا لَهُ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান