আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৫৬
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৫৬. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার দেনাদারের দায়ভার লাঘব করে দেয় অথবা তার দেনার দাবি ছেড়ে দেয়, কিয়ামতের দিন সে আরশের ছায়ায় থাকবে।
(হাদীসটি ইমাম বাগাবী 'শরহুস্ সুন্নাহ্' নামক কিতাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ হাদীসটি হাসান। এ অধ্যায়ের শুরুতে অনুরূপ হাদীস ইতিপূর্বে অতিক্রান্ত হয়েছে।)
(হাদীসটি ইমাম বাগাবী 'শরহুস্ সুন্নাহ্' নামক কিতাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ হাদীসটি হাসান। এ অধ্যায়ের শুরুতে অনুরূপ হাদীস ইতিপূর্বে অতিক্রান্ত হয়েছে।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1356 - وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من نفس عَن
غَرِيمه أَو محى عَنهُ كَانَ فِي ظلّ الْعَرْش يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْبَغَوِيّ فِي شرح السّنة وَقَالَ هَذَا حَدِيث حسن وَتقدم فِي أول الْبَاب بِنَحْوِهِ
غَرِيمه أَو محى عَنهُ كَانَ فِي ظلّ الْعَرْش يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْبَغَوِيّ فِي شرح السّنة وَقَالَ هَذَا حَدِيث حسن وَتقدم فِي أول الْبَاب بِنَحْوِهِ
