আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৩০
অধ্যায়ঃ সদকা
স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩৩০. হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, সর্বোত্তম দান হচ্ছে বিদ্বেষ পোষণকারী নিকটাত্মীয়কে দান করা।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে উল্লেখ করেছেন, সনদের রাবীগণ সহীহ হাদীসের রাবী তুল্য। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এ হাদীসটি রিওয়ায়াত করে বলেছেন, মুসলিমের শর্ত অনুযায়ী এ হাদীসটি সহীহ্।)
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে উল্লেখ করেছেন, সনদের রাবীগণ সহীহ হাদীসের রাবী তুল্য। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এ হাদীসটি রিওয়ায়াত করে বলেছেন, মুসলিমের শর্ত অনুযায়ী এ হাদীসটি সহীহ্।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1330 - وَعَن أم كُلْثُوم بنت عقبَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الصَّدَقَة الصَّدَقَة على ذِي الرَّحِم الْكَاشِح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرِجَاله رجال الصَّحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرِجَاله رجال الصَّحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
বর্ণনাকারী: