হযরত উম্মে কুলছুম বিনতে উকবা (রাঃ)

أم كلثوم بنت عقبة بن أبي معيط

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত উম্মে কুলছুম রাযি. কুরায়শ গোত্রের উমাইয়া গোত্রীয়া একজন বিখ্যাত মহিলা সাহাবী। তাঁর পিতার নাম উকবা ইবন আবী মু'আয়ত। মায়ের নাম আরওয়া বিনত কুরায়য। আরওয়া হযরত উছমান ইবন আফ্ফান রাযি.-এর মা। সুতরাং উম্মে কুলছূম রাযি. ছিলেন হযরত উছমান রাযি.-এর বৈপিত্রেয় বোন। তিনি ইসলামের শুরু দিকেই ঈমান আনেন ও বাইআত গ্রহণ করেন। তারপর পায়ে হেঁটে মদীনা মুনাউওয়ারার উদ্দেশে হিজরত করেন। এটা হুদায়বিয়ার সন্ধিকালীন কথা। যখন সন্ধিপত্র লেখা সমাপ্ত হয়, ঠিক সেই সময় হযরত উম্মে কুলছুম রাযি. হুদায়বিয়ায় এসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাত করেন। তাঁর পেছনে পেছনে তাঁর দুই ভাই উমারা ও ওয়ালীদও সেখানে এসে পৌঁছায়। তারা দাবি জানাল যে, চুক্তি অনুযায়ী তাঁকে তাদের হাতে সমর্পণ করতে হবে। কেননা চুক্তির একটি শর্ত ছিল মক্কা থেকে কেউ ইসলাম গ্রহণ করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলে তিনি তাকে ফেরত পাঠাবেন। তারা বলল, হে মুহাম্মাদ! আপনি শর্ত রক্ষা করুন। হযরত উম্মে কুলছুম রাযি. বললেন, ইয়া... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أم كلثوم بنت عقبة بن أبي معيط. واسم أبي معيط أبان بن أبي عمرو، واسم أبي عمرو ذكوان بن أمية بن عبد شمس بْن عبد مناف أمها أروى بنت كريز بن ربيعة بن حبيب بن عبد شمس بْن عبد مناف. أسلمت أم كلثوم بنت عقبة بمكة قبل أن يأخذ النساء فِي الهجرة إِلَى المدينة، ثم هاجرت وبايعت، فهي من المهاجرات المبايعات. وقيل: هي أول من هاجر من النساء، كانت هجرتها فِي سنة سبع فِي الهدنة التي كانت بين رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وبين المشركين من قريش، وكانوا صالحوا رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أن يرد عليهم من جاء مؤمنا، وفيها نزلت: إِذا جاءَكُمُ الْمُؤْمِناتُ مُهاجِراتٍ ... 60: 10 الآية. وذلك أنها لما هاجرت لحقها أخواها. الوليد، وعمارة، ابنا عقبة ليرداها، فمنعها اللَّه منهما بالإسلام. قَالَ ابْن إِسْحَاق: وهاجرت إِلَى رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أم كلثوم ابنة عقبة بْن أبي معيط فِي هدنة الحديبية، فخرج أخواها عمارة... বিস্তারিত পড়ুন