আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩২৯
স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩২৯. হযরত হাকীম ইব্ন হিযাম (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) কে জিজ্ঞেস করলো, উত্তম দান কোনটি? তিনি বললেন, বিদ্বেষ পোষণকারী নিকটাত্মীয়কে দান করা।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন। আহমদের সনদটি হাসান।)
[الْكَاشِح] শব্দটির অর্থ অন্তরে বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী। অর্থাৎ নিশ্চয়ই উত্তম সাদ্কা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও গোপনে শত্রুতাকারীকে দান করা।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন। আহমদের সনদটি হাসান।)
[الْكَاشِح] শব্দটির অর্থ অন্তরে বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী। অর্থাৎ নিশ্চয়ই উত্তম সাদ্কা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও গোপনে শত্রুতাকারীকে দান করা।
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1329 - وَعَن حَكِيم بن حزَام رَضِي الله عَنهُ أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الصَّدقَات أَيهَا أفضل قَالَ على ذِي الرَّحِم الْكَاشِح
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
الْكَاشِح بالشين الْمُعْجَمَة هُوَ الَّذِي يضمر عداوته فِي كشحه وَهُوَ خصره يَعْنِي أَن أفضل الصَّدَقَة
على ذِي الرَّحِم الْقَاطِع الْمُضمر الْعَدَاوَة فِي بَاطِنه
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
الْكَاشِح بالشين الْمُعْجَمَة هُوَ الَّذِي يضمر عداوته فِي كشحه وَهُوَ خصره يَعْنِي أَن أفضل الصَّدَقَة
على ذِي الرَّحِم الْقَاطِع الْمُضمر الْعَدَاوَة فِي بَاطِنه


বর্ণনাকারী: