আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩২২
গোপন দানের প্রতি উৎসাহ প্রদান
১৩২২. হযরত মু'আবিয়া ইব্ন হায়দা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, নিশ্চয়ই গোপন দান মহা মহিমান্বিত প্রতিপালকের ক্রোধকে নির্বাপিত করে দেয়।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে রিওয়ায়াত করেছেন। এর সনদে সাদাকা ইব্ন আবদুল্লাহ্ সামীন নামের একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন, তবে অন্য বর্ণনার পোষকতায় তাঁর হাদীস গ্রহণে কোন দোষ নেই।)
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে রিওয়ায়াত করেছেন। এর সনদে সাদাকা ইব্ন আবদুল্লাহ্ সামীন নামের একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন, তবে অন্য বর্ণনার পোষকতায় তাঁর হাদীস গ্রহণে কোন দোষ নেই।)
التَّرْغِيب فِي صَدَقَة السِّرّ
1322 - وَعَن مُعَاوِيَة بن حيدة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن صَدَقَة السِّرّ تطفىء غضب الرب تبَارك وَتَعَالَى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه صَدَقَة بن عبد الله السمين وَلَا بَأْس بِهِ فِي الشواهد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه صَدَقَة بن عبد الله السمين وَلَا بَأْس بِهِ فِي الشواهد
