আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩২১
গোপন দানের প্রতি উৎসাহ প্রদান
১৩২১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ্ যখন যমীন সৃষ্টি করলেন তখন সেটি কাঁপতে ও হেলতে দুলতে লাগল। আল্লাহ্ তখন তার উপর পাহাড় স্থাপন করলেন। আর সে স্থির হয়ে গেল। ফিরিশতাগণ পাহাড়ের এই প্রচণ্ড শক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, হে আমাদের রব! পাহাড়ের চেয়েও অধিক শক্তিধর কোন বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? তিনি বললেন, হ্যাঁ, লোহা। তাঁরা বললেন, লোহার চেয়েও অধিক শক্তিধর কোন বস্তুও কি আপনি সৃষ্টি করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আগুন। তাঁরা বললেন, আগুনের চেয়েও বেশি শক্তিধর কোন বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? তিনি বললেন, হ্যাঁ, পানি। তাঁরা বললেন, পানির চেয়ে বেশি শক্তিধর কোন বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? তিনি বললেন, হ্যাঁ, বায়ু। তাঁরা বললেন, বায়ুর চেয়েও বেশি শক্তিধর কোন বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আদম সন্তান যখন ডান হাতে কিছু দান করে আর তার বাম হাত থেকেও তা গোপন রাখে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ তাঁরই। বায়হাকী প্রমুখও এটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ তাঁরই। বায়হাকী প্রমুখও এটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
التَّرْغِيب فِي صَدَقَة السِّرّ
1321 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما خلق الله الأَرْض جعلت تميد وتكفأ فأرساها بالجبال فاستقرت فعجبت الْمَلَائِكَة من شدَّة الْجبَال فَقَالَت يَا رَبنَا هَل خلقت خلقا أَشد من الْجبَال قَالَ نعم الْحَدِيد قَالُوا فَهَل خلقت خلقا أَشد من الْحَدِيد قَالَ النَّار
قَالُوا فَهَل خلقت خلقا أَشد من النَّار قَالَ المَاء
قَالُوا فَهَل خلقت خلقا أَشد من المَاء قَالَ الرّيح قَالُوا فَهَل خلقت خلقا أَشد من الرّيح قَالَ ابْن آدم إِذا تصدق بِصَدقَة بِيَمِينِهِ فأخفاها من شِمَاله
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
قَالُوا فَهَل خلقت خلقا أَشد من النَّار قَالَ المَاء
قَالُوا فَهَل خلقت خلقا أَشد من المَاء قَالَ الرّيح قَالُوا فَهَل خلقت خلقا أَشد من الرّيح قَالَ ابْن آدم إِذا تصدق بِصَدقَة بِيَمِينِهِ فأخفاها من شِمَاله
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
