আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩২৩
অধ্যায়ঃ সদকা
গোপন দানের প্রতি উৎসাহ প্রদান
১৩২৩. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: পরোপকার দুর্ঘটনা থেকে রক্ষা করে, গোপন দান আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে, আর আত্মীয়তার সুসম্পর্ক রক্ষা আয়ু বৃদ্ধি করে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي صَدَقَة السِّرّ
1323 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صنائع الْمَعْرُوف تَقِيّ مصَارِع السوء وَصدقَة السِّرّ تطفىء غضب الرب وصلَة الرَّحِم تزيد فِي الْعُمر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
বর্ণনাকারী: