আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩১৮
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১৮. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন: বনী ইসরাঈলের একজন আবেদ তার আশ্রমে বসে ষাট বৎসর ইবাদত করেছিল। একদিন ভূমি বৃষ্টিসিক্ত ও সজীব হল। আবেদটি তার আশ্রয় থেকে তাকিয়ে দেখল ও বলল, আমি যদি ভূমিতে অবতরণ করে আল্লাহকে স্মরণ করি, তাহলে অধিক পূণ্যলাভ করতে পারব। এই বলে সে নীচে নেমে আসল। তার সাথে ছিল একটি অথবা দুটি রুটি। একদিন সে ভূমিতে বিচরণ করছিল, হঠাৎ এক মহিলার সাথে সাক্ষাৎ হল। সে মহিলার সাথে কথাবার্তা বলতে লাগল আর মহিলাটিও তার সাথে বাক্য বিনিময় করতে লাগল। এক পর্যায়ে সে মহিলাটিকে চেপে ধরল। তারপর সে বেঁহুশ হয়ে পড়ল। একটু পরে সে জলাশয়ে গোসল করতে নামল। এমন সময় তার কাছে একজন ভিখারী আসল। সে ভিখারীকে ইশারা করে রুটি দু'টি নিয়ে যেতে বলল। তারপর সে মারা গেল। তার ঘাট বছরের ইবাদতকে ঐ ব্যভিচারের সাথে ওজন করা হল। তার পুণ্যের উপর ঐ ব্যভিচারের পাপ ভারী হয়ে গেল। পরে তার পুণ্যের সাথে ঐ একটি অথবা দু'টি রুটিকে রাখা হল। তখন তার পুণ্য ভারী হয়ে গেল। অতএব তাকে ক্ষমা করে দেয়া হল।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম বায়হাকীও ইব্‌ন মাসউদ (রা) থেকে মাওকৃফ সূত্রে এটি রিওয়ায়াত করেছেন। বায়হাকীর বর্ণনাটি হচ্ছে এরূপঃ জনৈক সন্ন্যাসী দীর্ঘ ষাট বছর ধরে তার আশ্রমে ইবাদতে রত ছিল। একদিন এক মহিলা তার পার্শ্বে এসে বসল। সন্ন্যাসীটি তার কাছে গেল এবং ছয় রাত্রি পর্যন্ত তাকে ভোগ করল। তারপর সে অনুতপ্ত হয়ে পালিয়ে এক মসজিদে গেল এবং তিনদিন পর্যন্ত সেখানে অবস্থান করল। এই তিনদিন সে কিছুই আহার করছিল না। এমতাবস্থায় তার কাছে একটি রুটি আনা হল। সে রুটিটি ভেঙ্গে দু'টুকরা করল এবং ডানদিকের এক লোককে অর্ধেক এবং বামদিকের অপর একজনকে বাকী অর্ধেক দিয়ে দিল। কিছুক্ষণ পর আল্লাহ্ তা'আলা তার কাছে মৃত্যুর ফিরিশতাকে পাঠালেন। তিনি তার রূহ বের করে নিলেন। মৃত্যুর পর তার ষাট বছরের সাধনাকে এক পাল্লায় রাখা হয়। দেখা গেল পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তারপর রুটিটি রাখা হল। তখন ছয় রাত্রির পাপের চেয়ে রুটিটি ভারী হয়ে গেল।
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1318 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعبد عَابِد من بني إِسْرَائِيل فعبد الله فِي صومعة سِتِّينَ عَاما فأمطرت الأَرْض فاخضرت فَأَشْرَف الراهب من صومعته فَقَالَ لَو نزلت فَذكرت الله فازددت خيرا فَنزل وَمَعَهُ رغيف أَو رغيفان فَبَيْنَمَا هُوَ فِي الأَرْض لَقيته امْرَأَة فَلم يزل يكلمها وتكلمه حَتَّى غشيها ثمَّ أُغمي عَلَيْهِ فَنزل الغدير يستحم فجَاء سَائل فَأَوْمأ إِلَيْهِ أَن يَأْخُذ الرغيفين ثمَّ مَاتَ فوزنت عبَادَة سِتِّينَ سنة بِتِلْكَ الزنية فرجحت الزنية بحسناته ثمَّ وضع الرَّغِيف أَو الرغيفان مَعَ حَسَنَاته فرجحت حَسَنَاته فغفر لَهُ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن ابْن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِ وَلَفظه
إِن رَاهِبًا عبد الله فِي صومعته سِتِّينَ سنة فَجَاءَت امْرَأَة فَنزلت إِلَى جنبه فَنزل إِلَيْهَا فواقعها سِتّ لَيَال ثمَّ سقط فِي يَده فهرب فَأتى مَسْجِدا فأوى فِيهِ ثَلَاثًا لَا يطعم شَيْئا فَأتي برغيف فَكَسرهُ فَأعْطى رجلا عَن يَمِينه نصفه وَأعْطى آخر عَن يسَاره نصفه فَبعث الله إِلَيْهِ ملك الْمَوْت فَقبض روحه فَوضعت السِّتُّونَ فِي كفة وَوضعت السِّتَّة فِي كفة فرجحت يَعْنِي السِّتَّة ثمَّ وضع الرَّغِيف فرجح يَعْنِي رجح الرَّغِيف السِّتَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩১৮ | মুসলিম বাংলা